
মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরায় কাল হলো মায়ের
বিরামপুর, দিনাজপুর, প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকা গামী কোচের চাপায় মঙ্গলী কিস্কু (৫৫) নামের এক নৃ-গোষ্ঠী নারী নিহত হয়েছেন।
আজ শনিবার ফুলবাড়ী উপজেলার জয়নগর এলাকায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে ভ্যানে থাকা ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত মঙ্গলী কিস্কু জেলার হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামের রবীন মুর্মুর স্ত্রী।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মঙ্গলী কিস্কু ফুলবাড়ী থেকে ভ্যানে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে জয়নগর ইটভাটা এলাকায় পৌছালে ফুলবাড়ী থেকে বিরামপুরে যাওয়ার পথে ঢাকাগামী একটি কোচ বিপরীত দিক থেকে ফুলবাড়ি উদ্দ্যেশে আসা একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৮- ১৮২৯) সাইড দিতে গেলে ওই ভ্যানকে চাপা দেয়য় এতে মঙ্গলী কিস্কুর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ভ্যানচালক আহাদ আলী (৫০)।
জানতে চাইলে, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাকটি আটক করতে পারলেও কোচটিকে আটক করা যায়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।