
বিরামপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকলের মুখামুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকলের মুখামুখি সংঘর্ষে ওমর ফারুক (২০) নামের কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।
সােমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে দিনাজপুর- গোবিদগঞ্জ মহাসড়কের চাঁদপুর ফাজিল মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীএবং পৌর শহরের সরকারি হাসপাতলের রোডে মর্ডাণ ক্লিনিক এলাকার আব্দুল খালেকের ছেলে। এছাড়াও বিরামপুর পৌর ছাত্রলীগের ৩নং ওয়ার্ড সদস্য ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানা পুলিশ জানায়, সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর সরকারি কলেজ আসে ওমর ফারুক। কলেজ থেকে মোটরসাইকের তেল নেওয়ার জন্য চাঁদপুর তেলের পাম্প আসে। তেল নিয়ে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ওমর ফারুকের মাথা থতল ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, ঘাতক ট্রাকটি আটক হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তানান্তর করা হয়েছে। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।