Dinajpur News Time
রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
 1. অন্যান্য
 2. অর্থনীতি
 3. আইন ও আদালত
 4. আন্তর্জাতিক
 5. আবহাওয়া
 6. কৃষি ও প্রকৃতি
 7. ক্রিকেট
 8. খেলাধুলা
 9. চাকরি
 10. জাতীয়
 11. জীবনযাপন
 12. জেলার খবর
 13. তথ্যপ্রযুক্তি
 14. দেশজুড়ে
 15. ধর্ম

দিনাজপুর শহরের বাহাদুর বাজারের পুষ্পিতা কসমেটিক্সের স্বত্বাধিকারী জুয়েল সড়ক দুর্ঘটনায় নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৩ ১:০৩ পূর্বাহ্ণ

দিনাজপুর শহরের বাহাদুর বাজারের পুষ্পিতা কসমেটিক্সের স্বত্বাধিকারী জুয়েল সড়ক দুর্ঘটনায় নিহত
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি //
দিনাজপুর শহরের বাহাদুর বাজারের পুষ্পিতা কসমেটিক্সের স্বত্বাধিকারী মাহেরপুর কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম সাগর ও বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক মোঃ তরিকুল ইসলাম বুলু’র ছোট ভাই মোঃ জুয়েল ইসলাম (৪৮) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ জানুয়ারী-২০২৩) আনুমানিক রাত ৮টায় বোচাগঞ্জ উপজেলার মাহেরপুরে অবস্থিত নিজ ইটের ভাটা হতে মোটরসাইকেলযোগে দিনাজপুরে আসার পথে মাহেরপুর-দিনাজপুর সড়কের নিজামপুর নামক স্থানে পৌঁছলে একটি নসিমনের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল হতে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার বড় ভাই মোঃ তরিকুল ইসলাম বুলু জানান, রবিবার দুপুর ২টায় লালবাগ গোরস্থান দাখিল মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লালবাগ গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সেই তৌফিক কামনা করা হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ