
দিনাজপুর সদরের ফুলবাড়ি হাইওয়ে রোডে মোটরসাইকেল চালক ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন চালক ।
রবিবার(১২ ফেব্রুয়ারী) রাত ১১ টায় দিনাজপুর থেকে চকরামপুর যাওয়ার পথে দইসই নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেল চালক আবু সাঈ(৪০) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুইসই নামক স্থানে একটি খাওয়ার হোটেল আছে। প্রতিদিনের মতো কয়েকটি ট্রাক খাবার হোটেল খাওয়ার জন্য দিনাজপুর টু ঢাকা মেইন রোডের রাস্তায় সাইডে ট্রাকগুলি রাখেন ড্রাইভার হেল্পার এ সময় চকরামপুর মাদ্রাসার শিক্ষক দিনাজপুর শহরে ব্যক্তিগত কাজ শেষে রবিবার দিনশেষে রাত ১১ টায় চকরামপুর যাওয়ার পথে দইসই নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হন চালক শিক্ষক আবু সাঈদ।
এলাকাবাসীরা আরো জানান, নিহত ব্যক্তি দীর্ঘ ৮ বছর ধরে চকরামপুর মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনী সাক হাটা গ্রামের গাইবান্ধা জেলার বাসিন্দা।
স্থানীয়রা আরো জানান সোমবার সকাল আটটায় চকরামপুর এলাকাবাসীসহ আমরা সবাই দুইটি মিনিবাস ভাড়া করে গাইবান্ধা জেলার উদ্দেশ্যে নিহত শিক্ষক ব্যক্তিকে নিয়ে রওনা দিয়েছি ।
বিষয়টি নিশ্চিত করেন, দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মেহ্ফুজ তানজীর ।