
অফিসে যাওয়া হলো না মামা-ভাগিনার, সড়কে গেল প্রাণ
দিনাজপুর সদর উপজেলায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবুল হোসেন (৫৫) ও সোহান (২৮) নামে দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ১০টার সময় দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাবুল দিনাজপুর শহরের রামনগর এলাকার মৃত. ডাঃ আসির উদ্দীনের ছেলে ও সোহান একই এলাকার মাসুম হোসেনের ছেলে। তারা জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা এবং কম্পিউটার অপারেটর পদে আউটসোর্সিং হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বুধবার সকালে দিনাজপুর থেকে একই মোটরসাইকেল করে কর্মস্থল ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়ন ভূমি অফিসে যাচ্ছিলেন বাবুল হোসেন ও সোহান হোসেন। পথে মোটরসাইকেলটি চুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল ও সোহানের মৃত্যু হয়।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বাসটিকে আটক করা গেলেও চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।