
শামীম চৌধুরী প্যানেলের চেম্বার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
রিপোর্ট ও ছবিঃ খালিদ আরাফাত
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আসন্ন নির্বাচনে নির্বাচনে প্রচার অভিযান চালাতে অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে শামীম চৌধুরী প্যানেল। বুধবার বিকাল দিনাজপুর মুন্সিপাড়া বুটি বাবুর মোড়ে সিকদার ট্রাস্টের ভবনে কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম শামীম আলম সরকার বাবু , সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উক্ত প্যানেলে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী ওরফে শামীম চৌধুরী, দিনাজপুর জেলা চাল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন, ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পুসহ মোট ১৮ জন পরিচালক পদে লড়াই করছেন ।
অনুষ্ঠানে শামীম চৌধুরী তার বক্তব্যে বলেন দিনাজপুরে ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তার প্যানেল কাজ করে যাবে।
এ সময় তিনি চাল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন চেম্বারের সদস্যদের দোয়া ও সমর্থন কামনা করেন। প্যানেলের পক্ষ থেকে সেবা করার সুযোগ দেয়ার জন্য সহযোগিতা চাওয়া হয়। আগামী ১৮ মার্চ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হবে।