
মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের মির্জাপুর সাব-রেজিষ্ট্রার অফিসের পাশে বায়তুন নূর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি ওই কাজের উদ্বোধন করেন মেয়র।
উদ্বোধন শেষে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী দিনাজপুর নিউজ টাইমকে বলেন, বাবার স্বপ্ন ছিলো ওই স্থানে একটা মসজিদ বানানো। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে রমজান মাসে মসজিদের ভিত্তি প্রস্থর করি তারই ধারাবাহিকতায় আজ নির্মাণাধীন মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মহান আল্লাহর বরবারে শুকরিয়া আদায় করি।
এসময় উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসার মনসুর আলী, খয়েরবাড়ী মাদ্রাসার সুপার আব্দুর রশিদ, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুল কাফি, আব্দুর রাজ্জাক, প্রিন্স মাহমুদ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন খয়েরবাড়ী মাদ্রাসার সুপার আব্দুর রশিদ।