বিয়ে বাড়িতে গিয়ে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাহাফুজুল ইসলাম আসাদ দিনাজপুর চিরিরবন্দর প্রতিনিধি.. দিনাজপুরের চিরিরবন্দরে বিয়ে বাড়িতে গিয়ে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার ১২ই মে দুপুর ১২ টার দিকে ৬নং অমরপুর ইউনিয়নের কাঁকড়া রেলব্রীজ সংলগ্ন আদিবাসীপাড়া কাকঁড়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম অরন্য সিংহ(১০), সে সদর উপজেলার পুলহাট এলাকার বিরেন রায়ের ছেলে।
জানা যায়, শিশু অরন্য সিংহ তার বাবা মায়ের সঙ্গে কাকাতো ভাই বিজয় সিংহর বিয়েতে যায়। বৃহস্পতিবার রাতে বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার দুপুরে কয়েকজন শিশু মিলে কাঁকড়া নদীতে গোসল করতে নামে। এ সময় অরন্য সিংহ নদীর পানিতে তলিয়ে যায়। বাকি শিশুরা দেখতে পেয়ে চিৎকার শুরু করে।
এসময় স্থানীয়রা এসে নদী থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকলে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Dinajpur News Time