
পাশে দাঁড়াও এর যুগ্ন-আহ্বায়ক প্রয়াত সামিউর রহমান রিমন এর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও সেচ্ছাসেবী সংগঠন এর যুগ্ন আহ্বায়ক প্রয়াত সামিউর রহমান রিমন স্মরণে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাশে দাঁড়াও কেন্দ্রীয় কমিটির আয়োজনে সামিউর রহমান রিমনের মাগফিরাত কামনায় দোয়া, গোর জেয়ারত, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পাশে দাঁড়াও কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহাফুজুল ইসলাম আসাদ, সহ সভাপতি প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভরত রায় প্রত্যয়, কোষাধ্যক্ষ দৌলাতুন নাহার সাথী, প্রচার ও প্রোকাশনা বিষয় সম্পাদক বিক্রম সরকার, সদস্য গোলাম মোস্তফা নীরব, জয় শর্মা, আসিফ আহাম্মেদ সানি, বাপ্পি, সাজ্জাদ হোসেন, ফরিদুল ইসলাম, দীপক রায় প্রমূখ। এসময় রানীরবন্দর রাশাষ এর প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান সহ পাশে দাঁড়াও এর সদস্যগন উপস্থিত ছিলেন।