
দিনাজপুরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ
মাহবুবুল হক খান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৪-২০২৩ জানুয়ারি) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিক বন্ধুদের জন্য কল্যাণের কথা চিন্তা করেই পৃথকভাবে সাংবাদিকদের জন্য এই কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন । অন্য কোন সরকার সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত অনুদানের অর্থ পর্যায়ক্রমে সব সাংবাদিকগণ পাবেন। আগামীতে যদি আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসে তাহলে মুক্তিযোদ্ধাদের মত সাংবাদিকদেরকেও মাসিক ভাতার ব্যবস্থা করার ঘোষনা দেন হুইপ ইকবালুর রহিম এমপি। তিনি আরো বলেন, আমরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছি। আমাদের সাংবাদিক বন্ধুরা ইতোমধ্যেই স্মার্ট সাংবাদিক হয়ে গেছেন। কারণ দেশের কোথায় কখন কি হচ্ছে সাথে সাথেই তারা নিজ নিজ মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন ।
তাদের কল্যাণেই আমরা বিশ্বেও কোথায় কি হচ্ছে সাথে সাথেই জানতে পারছি । দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান , দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিনাজপুরের ১০জন সাংবাদিকের মাঝে ৭ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।