
দিনাজপুরে বিএনপি নেতা মোস্তাফিজ আহমেদ জুয়েলের জানাজা ও দাফন সম্পন্ন
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুর কোতয়ালী বিএনপির সদস্য মোস্তাফিজ আহমেদ জুয়েল (৪২) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী-২০২৩) দুপুর ২টায় কসবা আলামিয়া ঈদগাহ মাঠে জানাজার অনুষ্ঠিত হয়। জানা জার নামাজ শেষে তাঁকে আলামিয়া গোরস্থানে দাফন করা হয়।
মরহুমদের জানাজার নামাজে দিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ, দিনাজপুর কোতোয়ালি বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ নুরুল মঈন মিনু, মোঃ মোসাদ্দেক হোসেন, সোজা-উর- রব চৌধুরী, দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রবিউর ইসলাম রবি, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুল আলম রমজান, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের আত্মীয়-স্বজন ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিএনপি নেতা মরহুম মোস্তাফিজ আহমেদ জুয়েল জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ ও দিনাজপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিনাজপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ আহমেদ এর ভাতিজা। মরহুম মোস্তাফিজ আহমেদ জুয়েল গত ২৩ জানুয়ারী-২০২৩ সোমবার বিকেলে ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।