
দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি হত্যা কান্ডকে কেন্দ্র করে প্রায় ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ
দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি হত্যা কান্ডকে কেন্দ্র করে প্রায় ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও গরু-ছাগল সহ ব্যাপক মালামাল লুটপাট করেছে উত্তেজিত জনতা।
জানা গেছে উপজেলার খোদাতপুর (চুনিয়াপাড়া) গ্রামের হায়দার আলীর সাথে সম্প্রতির চর এলাকা থেকে এসে বসবাসরত ওমর ফারুকের সাথে ২৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
গত (২৫ জানুয়ারী) সকাল ৯টার দিকে হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও ভাতিজা রাকিব (২২) মোটর সাইকেল যোগে ওমর আলীর বাড়ির পার্শ্বে তাদের গভীর নলকূপের ঘরের নিকট আসে। এ সময় রাস্তার অপর পার্শ্বে বসবাসরত ওমর আলী তার ছেলে সামিরুল (২০) ও তার স্ত্রী মোমেতা সহ ৫-৬ জন অতর্কিতে ছোড়া দিয়ে তাদেক উপর্যুপরি ছুড়িকাঘাত করে। ফলে মোটর সাইকেলে থাকা মোনোয়ার হোসেন মিম ও রাকিব গুরুতর অসুস্থ হলে স্থানীয় লোকজন আহতদেক ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ বুধবারেই ৩জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ওমর ফারুক তার স্ত্রী মোমেতা বেগম ও পুত্র সামিরুল।
এ ঘটনায় ঘোড়াঘাট ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট সহ পুলিশ আগুন নিভাতে আপ্রান চেষ্টা চালাচ্ছে। তবে কে বা কারা এ অগ্নিসংযোগ করেছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে সরেজমিনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে এবং পাশাপাশি র্যাব টহল দিচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক।