
চিরিরবন্দরে বিদ্যুত স্পৃষ্টে একটি গরুসহ বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুত স্পৃষ্টে একটি গরুসহ বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২ ঘটিকায় উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, একটি হারভেস্টার মেশিনে বোঁরো ধান কেঁটে ফেরার পথে ঐ বিদ্যুতের তারে ধাক্কা লেগে তারটি মাটিতে পরে যায়।
ঐসময় আব্দুল জব্বার (৮০) জমিতে বেঁধে রাখা গরু আনতে গেলে লক্ষভ্রষ্ট হয়ে গরুটি বিদ্যুতের তারে জড়িয়ে যায়। গরুটিকে বাঁচানোর সময় সে নিজেও বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
নিহত আব্দুল জব্বার (৮০) জয়পুর (পুর্ব পাড়া) গ্রামের ঝড়ু ফকিরের ছেলে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।