
হাবিপ্রবিতে প্রগতিশীল কর্মকর্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
হাবিপ্রবির প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি ফেরদৌস সম্পাদক কাজল দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল কর্মকর্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ৫০ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হন সংস্থাপন শাখার ডেপুটি-রেজিস্ট্রার কৃষিবিদ মো. ফেরদৌস আলম এবং ৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ কাজল।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক জনাব মো. মিজানুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. ইমতিয়াজ জুবায়ের, কৃষিবিদ মো. মোর্শেদ হাসান খান, মো. আহমাদুল হক, মো. রাশেদুল ইসলাম ও রুমা বেগম । নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা সকলকে সাথে রেখে কর্মকর্তাদের অধিকার নিয়ে কাজ করতে চাই। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কাম্য।
সার্বিক বিষয়ে জনসংযোগ ও প্রকাশনা শাখার অফিসার কৃষিবিদ মুহিউদ্দিন নুর বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আজকের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শতকরা ৯৯ ভাগ ভোট পড়েছে।