
লাবীব মডেল স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: দিনাজপুর শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান লাবীব মডেল স্কুলে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে স্কুলের নিজস্ব মিলনায়তনে এ বই উৎসবের উদ্বোধন করেন লাবীব মডেল স্কুলের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের সভাপতি ও লাবীব মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ বজলুল হক। এতে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ লতিফা খাতুন, সহকারী শিক্ষিকা সারাহ দিবাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।