
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মাহবুবুল হক খান দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী-২০২৩) বিকেল ৪টায় জাগ্রত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল আজম সোহেল।
এর নতুন আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সকল সদস্য, বিএনপি ও এর অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।

উল্লেখ্য, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি নিম্নরুপ-আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, আবু সাঈদ মজুমদার মোঃ আব্দুস সালাম, শহিদুল ইসলাম তাজ, মোঃ মোকছেদুল হাসান বাবু, সন্তোষ ভৌমিক, মোঃ রাশেদ উজ্জামান রাশেদ, মোঃ রাজিবুল ইসলাম রাজীব, বিজয় চক্রবর্তী, মোঃ কাদেমুল ইসলাম সোহাগ, মোঃ সুমন ডলার, মুক্তি ইমানুয়ের সরকার, মোস্তফা চৌদুরী, মোঃ রাজু মুন্সী, সদস্য সচিব সাইফুল আজম সোহেল, সদস্য হুমায়ুন কোভিদ হুমু, মোঃ সাকিব বিন গোলাম নাসির, মোঃ সুমন রহমান শামীম, কাজী খাজা, মোঃ সাজু ইসলাম, মোঃ ইমরুল হাসান রাজিব, মোঃ পাপ্পু হোসেন মোহন, মোঃ রাসেল রহমান, মোঃ মারজান আলী, মোঃ তানভির আহম্মেদ শামীম, মোঃ আরমগীর হোসেন, মোঃ আবু বক্কার সিদ্দিক (বড়), মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ আসিফ ইকবাল পরাগ, মোঃ পিরোজপুর বাবু, মোঃ ফারুক হোসেন সবুজ, মোঃ আসাদুজ্জামান লালা, মোঃ আক্কাস আলী, মোঃ নুরুজ্জামান সরকার, মোঃ নাজমুল হোসেন বাবু, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রাজু হোসেন, মোঃ মনু, মোঃ শফিকুল ইসলাম রাকিব, মোঃ সুরুজ ইসলাম মুন্না, মোঃ ইমরান, মোঃ লিটন সরকার, মোঃ রফিকুল ইসলাম সাদ্দাম, মোহন দাস, মোঃ মাহমুদ সুলতান রাজা, মোঃ মনির হোসেন, মোঃ সালাউদ্দিন মিলন, মোঃ শামীম হোসেন, শ্রী সঞ্জয় সুটকু, মোঃ সুজন ইসলাম ও আহসান হাবিব জেমস।