
দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাহবুবুর হক খান, দিনাজপুর প্রতিনিধি /
বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে । ২৪ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শহরের উপশহরস্থ প্যারাডাইস কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা’র সঞ্চালনায় নতুন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নতুন কমিটির নেতৃবৃন্দদের পরিচিতি পর্ব ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়াও সভায় জাতীয় চার নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা ও বিশেষ মোনাজাত করা হয় ।
তিন বছর মেয়াদী ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সহ-সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, আবুল কালাম আজাদ, সাবেক এমপি এ্যাডঃ আব্দুল লতিফ, বজলুল হক, মোহাম্মদ আলাউদ্দিন, ফরিদুল ইসলাম, মকসেদুল রহমান, আতাউর রহমান আজাদ বাবলু, এ্যাডঃ তহিদুল হক সরকার, কামরুল হুদা হেলাল, নাসিরুল ইসলাম রস্তূম, সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আসফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শাহ্ ইয়াজদান মার্শাল, আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ সাইফুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডঃ সামসুর রহমান পারভেজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রনজিত শাহ্, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব এসএম নুর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার আলমগীর ইসলাম তুহিন, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুই এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আক্তার, যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নোবেল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আকতারুজ্জামান জামান, শ্রম সম্পাদক আমজাদ আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক শাহ্ রফিকুল ইসলাম, রায়হান কবির সোহাগ, সেলিম আক্তার চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন বুল্লা, কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জন শীল গোপালএমপি, শিবলী সাদিক এমপি, ডাঃ মোঃ আমজাদ হোসেন, আজিজুল হক চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, আলহাজ্ব এ্যাডঃ হামিদুল ইসলাম, ডাঃ মোঃ আহাদ আলী, তারিকুল ইসলাম তারিক, ইমদাদুল হক চৌধুরী, মিজানুর রহমান মানু, সাবেক এমপি আবু সৈয়দ হোসেন, সাখাওয়াত হোসেন সাকু, দেবাশীষ ভট্টাচার্য্য, মীর শরীফুদ্দিন মনি, রমা কান্ত রায়, মিজানুর রহমান মন্ডল, রাফে খন্দকার শাহানশাহ, হাফিজুর ইসলাম প্রামানিক, আজগর আলী, রেজাউল করিম রাখি, নুর ইসলাম, মুসফিকুর রহমান বাবুল, এ্যাডঃ সৈকত পাল, আবু হুসাইন বিপু, সৈয়দ সালাউদ্দিন দিলীপ, ইমরান লতিফ সেতু, এ্যাডঃ সারওয়ার আহমেদ বাবু, আশরাফ আশরাফ আলী শাহ্, রুহুল আমিন সরদার, এ্যাডঃ পিপি রবিউল ইসলাম রবি, মানিক রঞ্জন বসাক, শেখ জাহাঙ্গীর বাবলু, ফয়সাল হোসেন ফয়সাল।