
চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত
চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ই জানুয়ারী) বিকেলে ভিয়াইল ইউনিয়নের দুর্গা ডাঙ্গা উচ্চ মাধমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে ও ভিয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভিয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শানু রায় এর সঞ্চালনায় ও সভাপতি মনিন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনীল কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল আলিম সরকার।
ইহা ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন, ১০ পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ কামাল, চিরিরবন্দর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদেক ছোটন, এ্যাডভোকেট অনিমেষ রায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তপন মহান্ত, গোলাম রব্বানী প্রমূখ।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা বলেন,আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে মজবুদ ও শক্তিশালী করতে হবে। খেয়াল রাখতে হবে কোন কুচক্রি মহল আর যেন দলের কোন ক্ষতি করতে না পারে।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার বলেন, সামনে জাতীয় নির্বাচন উপজেলার তৃনমুল নেতা কর্মীদের দুর্বার গতিতে এগিয়ে নিতে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।