
দুইবছর পূর্ত্তিতে মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন পৌর কর্মকর্তা-কর্মচারী
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস এবং বিরামপুর পৌরসভার পঞ্চম পরিষদের পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সফলতার সাথে দুইবছর পূর্তিতে পৌর মেয়র, কাউন্সিলরগণকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভা কার্যালয়ে মেয়রকে ফু্ল দিয়ে শুভেচ্ছা জানান পৌর কর্মকর্তা-কর্মচারীগণ।
এসময়ে প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হেনা মোস্তফা কামাল, সহকারী প্রকৌশলী আবু শোয়েব মোঃ সজল, হিসাবরক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো.কর্মকর্তা মোঃ কামাল হোসেনসহ সকল কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, যারা আমাকে এই সম্মান দিয়েছে এই চেয়ারে বসিয়েছেন সেই সম্মানিত পৌরবাসীর প্রতি আমি চীরকৃতজ্ঞ, এই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার পৌরবাসীর প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি।।