
ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভা অনুষ্ঠিত
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪শে জানুয়ারী মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলার আব্দুলপুর ও আউলিয়া পুকুর ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির ৫নং আব্দুলপুর ইউনিয়ন শাখার সভাপতি সাহিদ ওরফে শাহিন সরকার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান,
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সুজন রানা, চিরিরবন্দর উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দীন শাহ্ প্রমূখ।