
দিনাজপুরে বাল্যবিবাহ নারী নির্যাতন যৌতুকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি// দিনাজপুরে বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক ও কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর-২০২২) বিকেলে দিনাজপুর শহরের ক্ষেত্রিপাড়াস্থ কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি ও কলোনীপাড়া সমাজ উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ও শিশু বিষয়ক কার্যালয়ের পরিচালক উপ-পরিচালক মোরশেদ আলী খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম ও দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান।
কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি ও দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর’র সভাপতিত্বে ও উইমেন চেম্বারের ইনচার্জ শাহনাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি খ্রীষ্টিনা লাভলী দাস, উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নিলুফার ইয়াসমিন, মোছাঃ ইসমত আরা বেগম প্রমূখ। অনুষ্ঠানে কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি, কলোনী পাড়া সমাজ উন্নয়ন সংস্থা ও দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসস্ট্রি’র সদস্য ছাড়াও দিনাজপুরে কর্মরত বিভিন্ন সরকরী-বেসরকারী অফিসের কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।