
দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে এক ব্যক্তি নিখোঁজ
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি //
দিনাজপুরে পূর্ণভবা নদীতে গোসল করতে নেমে ওমর আলী নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওমর আলী বিরল উপজেলার চককাঞ্চন বাইসাপাড়ায় গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৩ জানুয়ারী-২০২৩) সকালে এই ঘটনা ঘটে।
ওমর আলীর পরিবার ও স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা গেছে, ওমর আলীর মাথার একটু সমস্যা রয়েছে। সে যখন যা মনে করে তাই করে। শুক্রবার ভোরে ওমর আলী নদীতে গোসল করতে যায়। পিছনে তার স্ত্রীও যায়। গোসল করার এক পর্যায়ে সে নদীতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা তার স্ত্রী তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সে গভীর পানিতে তলিয়ে যায়। স্ত্রী দ্রুত বাড়ীতে গিয়ে বাড়ীর ও আশপাশের লোকজনকে ডেকে নিয়ে এসে তাকে খোঁজাখুঁজি করেও কোন হদিস করতে পারেনি।
পরে এলাকাবাসী দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় জ্বাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তার সন্ধান মেলেনি।
পরে দিনাজপুর ফায়ার সার্ভিস রংপুর ফায়ার সার্ভিসকে দিলে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান না পেয়ে সন্ধান অভিযান স্থগিত করে।
বিরল থানা পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের ডুবুরি দল আগামীকাল আবারও তৃতীয় পর্যায়ে ওই ব্যক্তির সন্ধানে নদীতে অভিযানে যাবে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ ওমর আলীর স্ত্রী, ছেলে-মেয়েসহ তার পরিবারের লোকজন নদীর পাড়ে তার সন্ধানে অপেক্ষায় রয়েছে।