
দিনাজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো মুখোশ ফাউন্ডেশন।
গত ১৭ জানুয়ারি আনুমানিক সময় বিকাল ৪ টা ৩০ মিনিটের দিকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অবস্থিত ১ নং শিবরামপুর ইউনিয়নে কিছু কোরআন শরীফও পুড়ে যায়।কর্তৃপক্ষের কাছে জানা যায় প্রায় ৭০ হাজার টাকার মালামাল সেখানে ক্ষতি হয়।
গতকাল ২১ জানুয়ারী শনিবার “মুখোশ ফাউন্ডেশন” তাদের সামর্থ্য অনুযায়ী ২৫ টি কোরআন শরীফ ও রেহাল দিতে সফল হোন। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মুখোশ ফাউন্ডেশনের দিনাজপুর জেলা টিমের স্বেচ্ছাসেবীসহ আরো অনেকে।
মুখোশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ উজ্জ্বল হোসেন রিজন এর কাছ থেকে জানা যায় যে এটি ছিল বর্তমানে তাদের প্রথম পর্যায়ের একটি সাধারন সহযোগিতা কিন্তু তারা দ্বিতীয় ধাপে খুব শীঘ্রই আবারও শিক্ষার্থীদের পাশে তাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াবে। সামাজিক কাজ এবং সহযোগিতামূলক কাজে ধীরে ধীরে এই সংগঠনটি পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করছে। স্থানীয় জনপ্রতিনিধি এবং মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে তাদেরকে ধন্যবাদ জানায়।