
বিশ বছরের দাম্পত্যে নিঃসন্তান আয়েশা জুলকা!
প্রতিবেদক : নব্বই দশকের বলিউডি চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন আয়েশা জুলকা। ক্যারিয়ারের মধ্যগগনে থেকেও ২০০৩ সালে সমীর ভাশিকে বিয়ে করে সংসারী হন এই নায়িকা। বিয়ের পর থেকেই অভিনয়ের জগতে তার দূরত্ব তৈরি হতে থাকে। অবশ্য তিনি স্বেচ্ছায় অভিনয় থেকে সরে আসেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, আয়েশা জুলকার দাম্পত্যের ২০ বছর কেটে গেলেও তিনি নিঃসন্তান। কিন্তু কেনো তিনি নিঃসঙ্গ, সেই কারণ তিনি জানিয়েছেন ভারতীয় একটি গণমাধ্যমকে। জানা যায়, এই অভিনেত্রী এক সময় সালমান খান, অক্ষয় কুমার, আমির খানের নায়িকা ছিলেন। অক্ষয়ের সঙ্গে তার রসায়ন সব থেকে আলোচিত ছিল। ‘খিলাড়ি’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে আয়েশা জুলকার পর্দা রোমান্স ঝড় তুলেছিল। তাদের মধ্যে এখন অবশ্য যোগাযোগটুকুও নেই। সম্প্রতি পঞ্চাশে পা দিয়েছেন আয়েশা জুলকা। তিনি জানান, আসলে কখনো বিয়েই করতে চাননি। অতীতে কয়েক জনের সঙ্গে তার বেশ কিছু সম্পর্ক ছিল ঠিকই।
সেসবের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। সেই কারণে সম্পর্কে আস্থা হারান। বাড়িতে জানান বিয়ে করার সিদ্ধান্তের কথা। আপত্তি জানায়নি পরিবারও। আয়েশা জুলকার কথায়, সমীরের সঙ্গে আলাপ হওয়ার পর দুজনের মধ্যে রসায়ন ভালোই মিলে যায়। তবে মা হতে চাইনি কোনো দিনও। জীবনে অনেক কঠিন সময় পেরিয়েছি।
আমার মা না হওয়ার সিদ্ধান্ত আমাদের দুজনের। এটা নিয়ে কোনো মতবিরোধ নেই।মাতৃত্বের স্বাদ না পেলেও দায়িত্ব কিছু কম নেই তার। গুজরাটের গ্রামসুদ্ধ বাচ্চাদের দত্তক নিয়েছেন অভিনেত্রী। ১৬০টি বাচ্চার দায়িত্ব পালন করেন আয়েশা ও সমীর। মাঝেমধ্যেই সেখানে গিয়ে তাদের দেখাশোনা করেন বলে জানান।