
দিনাজপুরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর বীমা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ ১৮ জানুয়ারি’২০২৩ বুধবার বিকেল ৪টায় মহিলা বহুমুখী সমিতির অডিটরিয়াম হলে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ দিনাজপুর জেলা শাখা কার্যালয়ের উদ্যোগ বীমা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত বীমা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মোঃ সাহাজ উদ্দিন সাহাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর শাখা কার্যালয়ের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মোঃ ফিরোজ সরদার সাজু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী সাদিয়া শিমু।
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃএর দিনাজপুর শাখা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী বীমা বিষয়ক আলোচনা সভা ৩টি পর্বে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম পর্ব গ্রাহক কর্মী ও কর্মকর্তাদের নিয়ে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সাদিয়া শিমু এবং সন্ধ্যা ৭টায় দিনাজপুরের বিভিন্ন ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষকসহ সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে বীমা বিষয়ক মুক্ত আলোচনা।