
দিনাজপুরের বসন্ত বরণ উৎসবে মাতোয়ারা নারীরা
শীতের বিদায় আর বসন্তকে বরণ করে নিতে দিনাজপুরে রঙ্গিন সাজে নিজেদের প্রতিভা মেলে ধরতে মেতেছে নানান বয়সী নারীরা।সদরের বাঙ্গিবেচা ঘাট এলাকায় অবস্থিত সিটি পার্কে বসন্ত বরণের উৎসবের আয়োজন করে প্রায় দেড় লক্ষ সদস্যের অনলাইন ফেসবুক গ্রুপ দিনাজপুর গার্লস ক্লাব ।
এ সময় বিভিন্ন বয়সী নারীরা একত্রিত হয়ে প্রাণের ছোয়ার উল্লাসে বরণ করে নেয় ফাল্গুন। এ উপলক্ষে হলুদ বর্ণের শাড়ী আর মাথায় ফুলের মুকুট পড়ে নাচে-গানে উল্লাসে মেতে উঠেন নারীরা।
ফাল্গুনের ছোয়ায় আগামী দিনের পথ চলা যেন আরোও সুন্দর হয় এই প্রত্যাশা করেন এসময় সকলে।
বলেন এই ফাল্গুন কে নিয়ে বাঙ্গালির কবিতা রয়েছে তার কোন শেষ নেই । ফাগুনের ভালবাসায় যেন কোন দিন ফুরিয়ে যাবে না । তাই আমরা আমাদের গ্রুপের নারীরা একত্রিত হয়েছি কিছু সময় একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে ।
পুরনো সব গ্লানি ভুলে নতুন কিছুকে সাদরে গ্রহনের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করতে এই দিনটির অপেক্ষা করা হয় ।
কেক কেটে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ রুনী ।বিশেষ অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর নুর ইসলাম,দিনাজপুর গার্লস ক্লাবের এডমিন আফরিন মৌ,আফরোজ মাহমুদ বন্যা,মডারেটর প্যানেলসহ অনেকে ।