Dinajpur News Time
মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. জেলার খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বিরলে আওয়ামী নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে জখম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ

বিরলে আওয়ামী নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে জখম
দিনাজপুরের বিরলে জমি-জমা সংক্রান্তের জেরে বাড়ীতে ঢুকে আওয়ামীলীগ নেতা ও তার স্ত্রীকে বেদম ভাবে কুপিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিবেশী একদল দু:বৃত্ত। পরে স্থানীয়রা খবর পেয়ে গুরুত্বর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আসঙ্খা জনক। এবিষয়ে বিরল থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগে জানা যায়, গত সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের গমিরগ্রাম ডাঙ্গীপাড়ার মৃত: আব্বাস আলীর পুত্র ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন (৫৫) ও তার স্ত্রী রহিমা খাতুন (৪৫) জমি অধিগ্রহণের অভিযোগে তার বাড়িতে প্রবেশ করে। একই এলাকার মৃত: তছির আলীর ছেলে আনোয়ার হোসেন, বাসুদেবপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আজাহার আলী, তার ছেলে রায়হান আলী, লালুর ছেলে আসাদুজ্জামান বাবু, মৃত: হাছির উদ্দিনের ছেলে লাইছুর রহমান ও মৃত। : তছির উদ্দিনের স্ত্রী পাচুয়ানী গংসহ একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করলে বেলাল ও তার স্ত্রী রহিমা গুরুত্বও আহত হয়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভতি করা হয়। বর্তমানে তারা বিরল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত