
চিরিরবন্দর আলোকডিহি ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ ৩রা ফেব্রুয়ারী বিকেলে রানীরবন্দর ইছামতি মহিলা কলেজ মাঠে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১২ নং আলোকডিহি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সভায় ১২নং আলোকডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিষু পদ দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহ্ আশিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তপন মহান্ত, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন প্রমুখ।