
চিরিরবন্দরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
“স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী সমাপনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে চিরিরবন্দর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি অনুষ্ঠিত হয় এই প্রাণিসম্পদ প্রদর্শনী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সরফরাজ হোসেন, চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা প্রমূখ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সরফরাজ হোসেন বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি।
দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। প্রাণি সম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।’ এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রাণিসম্পদ খামারী মালিকগন, সুধিজন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রদর্শনী ও উদ্বোধনী সমাপনী প্রর্দশনীতে উপজেলার বিভিন্ন প্রজাতির গরু, ছাগল,ভেড়া, কবুতর খোরগোস,হাস, কোয়েল, ঘোড়াসহ বিভিন্ন প্রকার প্রজাতির প্রাণি স্টলেগুলোতে স্থান পায়।