Dinajpur News Time
মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. জেলার খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ক্রেন ছিঁড়ে গার্ডারচাপায় ১ কোটি ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দিল চীনা কোম্পানি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

গত ২০২২ সালের ১৫ আগস্টে দেশব্যাপী আলোড়ন তুলেছিল রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন ছিঁড়ে গার্ডারচাপায় প্রাইভেটকারের ভেতর পিষ্ট হয়ে দুই শিশু সহ পাঁচজনের মৃত্যুর ঘটনা। অবশেষে এ দুর্ঘটনার জন্য দায়ী চীনা কোম্পানি ‘চায়না গেঝুবা গ্রুপ কোম্পানি লিমিটেড (সিজিজিসি)’ ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৪০ লাখ টাকা দিয়েছে।

বিআরটি প্রকল্প পরিচালক এসএম ইলিয়াস জানান, এ বিষয়ে আদালতে মামলা চলছে। এছাড়া চুক্তির ভিত্তিতে পরিবারকে ১ কোটি ৪০ লাখ টাকা দিয়েছে চীনা কোম্পানিটি। অন্যদিকে ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বলেন, কোম্পানি ও পরিবারের সদস্যদের মধ্যে আলোচনার পরে তিনটি পরিবার ক্ষতিপূরণ পেয়েছে।

তিনি আরও জানান, মামলাটি এখন আদালতে বিচারাধীন রয়েছে। আদালত অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে বললে কোম্পানি দিতে প্রস্তুত। ইতোমধ্যে কর্তৃপক্ষ প্রকল্পের প্রধান অর্থদাতা এশীয় উন্নয়ন ব্যাংককে ক্ষতিপূরণের বিষয়ে অবহিত করেছে বলে জানান ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম।

রাজধানীতে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী দুর্ঘটনার পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি চীনা ঠিকাদার চায়না গেঝুবা গ্রুপ কোম্পানি লিমিটেডকে গাফিলতির জন্য দায়ী করেছে। গত বছরের অক্টোবরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, চলতি প্রকল্পের কাজ শেষ হলে কোম্পানিটিকে বাংলাদেশে কাজ করতে দেওয়া হবে না।

সর্বশেষ - সর্বশেষ