
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াবে বাংলাদেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
দিনাজপুর প্রতিনিধি সাহেব: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে সহযোগিতা করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াবে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মকে নতুন স্বপ্নে উজ্জীবিত করতে হবে। তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্খিত স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মান সহজ হবে। তিনি বলেন, আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতসহ সকল খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর হবে।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা ও উন্নত বাংলাদেশ বিনির্মানে রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। আর এই রোডম্যাপের পিলার হচ্ছে চারটি- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্ন্যান্স। ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ১৪টি সিদ্ধান্ত স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ মার্চ সোমবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক মোঃ রুস্তম আলী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, বীরমুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, কেবিএম কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল হুদা। সঞ্চালনে ছিলেন প্রভাষক দিনাজপুর টেকনিক্যাল কলেজ হারুন উর রশীদ।