
বিরামপুরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইফতার অনুষ্ঠিত
বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিরামপুর সার্ভিসিং সেন্টার এর আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) পৌর শহরের দোয়েল মোড় ইউএস ভবনের ৪র্থ তলায় এই আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিরামপুর শাখার জেনারেল ম্যানেজার আবুল কাসিম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্ত্যব রাখেন, প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ দিনাজপুর ডিভিশন রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসান মাহমুদ প্রমুখ।
এর আগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সূচনা বক্তব্য রাখেন, রংপুর ও রাজশাহী অঞ্চলের সহকারি ব্যবস্থাপনা পরিচালক হাফিজার রহমান।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিরামপুর শাখায় একটি নতুন বীমা খোলেন।
এছাড়াও অনুষ্ঠানে সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিরামপুর শাখার স্টাফ ও সদস্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।