
একজন হকার তিনি….
একসময় ‘পেপার’ ‘পেপার’ বলে চিৎকার করে মানুষের কর্ণে পৌছে দেয়া তাজা খবরের আকর্ষন।বয়সের ভারে সেজন আজ যেন অসহায়।
শহরের যানজট নিরসনে হাটতে হাটতেই পথের মাঝেই দেখা হয়ে যায় এ মানুষটির সাথে।কোন এক দোকান থেকে বের হতেই দেখি সামনে দাড়িয়ে বৃদ্ধ বয়স্ক একজন।ঘাড়ে তার ঝোলা এক ব্যাগ।তাকে দেখেই হাত বাড়িয়ে দিয়ে সালাম দিয়ে বললাম,
ভালো আছেন আপনি?
আমার এমন কথায় খানিকটা হকচকিয়ে গেলেন তিনি।ঠিক বুঝে উঠতে পারলেন না।পুলিশের পোশাক গায়ে আমার আর আশে পাশেও আরো অনেক পুলিশ অফিসার।উনার গায়ে হাত দিয়ে বললাম,
আমি এসপি
আমার এ কথা শুনে উনি আমার দিকে তাকালেন।চোখে মুখে কোনই প্রতিক্রিয়া নেই।দু:খের সাথে যার বসবাস,জীর্ণ শীর্ণ আর দারিদ্র্য দেহে এসপি নামক ব্যাক্তি তার সামনে এলে কিইবা তার আসে যায়।আজ ন্যুজ দেহে তার পেশা থেকে বিচ্ছিন্ন হয়ে নিথর ভাবে ঘুরে বেড়ায় একটু দারিদ্র্য ঘুচাতে এখানে সেখানে। উনাকে আমি তখনও চিনিনা।পাশে থাকা সাংবাদিক কাছে এসে আমাকে বললো,
ইনি আমাদের অনেক পুরোনো এক হকার।পত্রিকা নিয়ে ছুটে চলতেন।
দীর্ঘদিন হকারি করেছেন।এখন বৃদ্ধ তাই এই পেশায় আর নেই।খুব কষ্টে দিন চলছে।আমরা সাংবাদিকরা যে যা পারি উনাকে সাহায্য করি।আমি উনার সাথে খানিকটা সময় কাটালাম।শ্রদ্ধা এলো উনার প্রতি।পকেট থেকে একটা পত্রিকার কাটিং দেখালো। যেখানে উনার হকার জীবনের একটা লেখা।
কিইবা করতে পারি উনার জন্য।যতটুকু পারলাম উনাকে কিছু সাহায্য করলাম।
আমার অফিসে আসার আমন্ত্রণ জানিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম।হাটছি আর ভাবছি একদিনের টগবগে যুবক,যার পেপার বিক্রির হকারি সবার কাছে পৌছুতো।আজ সেই শক্তিশালী যুবক বয়সের ভারে অক্ষমতার সুরে ছন্দ তুলে।
উনার সাথে সেই আগষ্ট মাসে দেখা হয়েছিলো।হঠাৎ আজ অফিসে আমার সাথে দেখা করতে এলো।আমার রুমে ঢুকলে উনাকে দেখেই আমার খুব ভালো লাগলো।আমাকে দেখে উনার চোখে মুখে ভালো লাগার এক রশ্মি দেখা দিলো।আমার সাধ্যমতো আপ্যায়ন আর সামান্য সহযোগিতার হাত বাড়ালাম।
আবেগে আপ্লুত হয়ে গেলেন।দুহাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন।আমি ভাবতেই পারিনি এতটা আনন্দের প্রতিক্রিয়া দেখা যাবে উনার চোখে মুখে।
অসহায় এমন মানুষের ভালবাসা পাওয়া এক ভাগ্যের ব্যাপার।আমার জীবনের শ্রেষ্ঠ এক পাওয়া।কি আবেগ আর ভালবাসায় দু’হাত উপরে তুলে ধরলেন।
উপস্থিত সবাই অবাক হয়ে গিয়েছি এমন নিষ্পাপ নি:স্বার্থ অনুভূতির অনুরণন…..
শ্রদ্ধা জানাই প্রিয় এই হকার’কেভালো কাটুক উনার সামনের দিনগুলিযে ক’টা দিন আছেন সবাই মিলে আমরা উনার পাশে দাড়াই,ভালবাসি যতটুকু পারি