
ফুলবাড়ীতে দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ
আলোকিত সমাজ বিনির্মাণে সেচ্ছা উদ্যোগে এই শ্লোগানে গঠিত লুমেলিসা সংস্থার আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে ৪ শতাধিক দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সকাল ১০টায় পৌর শহরের সুজাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবক মহাসীন চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক ফজলুল কবীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এসময় দিনাজপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইয়েদুল ইসলাম, লুমেলিসা সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ মুশফিকুর রহমান চৌধুরী (লিও), ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি হারুন-উর-রশীদসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।