
দিনাজপুর চিরিরবন্দর ‘রাইস ট্রান্সপ্লান্টার’র মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি উদ্বোধন
মাহাফুজুল ইসলাম আসাদ
চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আজ হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তির বাজার হাজীপাড়ার মাঠে এ কার্যক্রম উদ্ধোধন করেন চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল কাজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মনিরুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা জানান, ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিন দিনে একঘন্টায় ৩০ জন কৃষকের সারাদিনের কাজ শেষ করা যাবে। এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশী হবে।
এদিন কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়।