
দিনাজপুরে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র সহযোগিতায় পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতর
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি কর্তৃক প্রদত্ত ও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা’র সহযোগিতায় পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী-২০২৩) বিকেলে সুইহারীস্থ চৌরঙ্গী মোড়ে পরিবহন শ্রমিকদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) শ্রমিকদের হাতে তুলে দেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা বিতরণ করা হয়। এ সময় শ্রমিক নেতা শেখ বাদশা বলেন, এই শীতে অনেক শ্রমজীবী মানুষ অতি কষ্টে দিনাতিপাত করছেন। শীতে প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে। শীতের এই দিনগুলোতে যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের সহযোগিতা করা উচিত। আমাদের সবার একটু সহযোগিতা পেলে একটি পরিবারের মুখে হাসি ফুটতে পারে। তিনি সকলকে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মো.সম্রাট প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রুবেল, কার্যকরী সদস্য মোঃ মিলন হাওলাদার, মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি আফসানা ইমু, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি কভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য ইয়ারব আলীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।