দিনাজপুরে চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিচুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধ্যমত শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সহযোগিতা করে আসছে। সরকারের পাশাপাশি শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থবান ও বিত্তশালীদের সহানুভুতির হাত সম্প্রসারিত করে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে অসহায় মানুষদের সাহায্য ও সেবা করাই হচ্ছে মানবধর্ম। যারা বিত্তশালী আছেন তাদের আমরা অনুরোধ করছি আপনারা নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসুন।
৫ জানুয়ারী (বৃহস্পতিবার) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জেলা প্রশাসন দিনাজপুর কর্তৃক বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির আয়োজনে গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমান এ কথা বলেন। বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. ফরিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ত্রাণ কর্মকর্তা মীর মো. কামাহ্ তমাল। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রহমত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।