
দিনাজপুরে খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
বইছে শৈত্য প্রবাহ, শীতের প্রকোপ বাড়ছে। চরম ভোগান্তিতে পড়েছে দিনাজপুরের মানুষ। অসহায় দরিদ্র মানুষ পড়েছে চরম দুর্ভোগে। আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য সহযোগীতার হাত প্রসারিত করি। অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা সাবলম্বী তাদের উচিত এ দুঃসময়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। তাদের কষ্ট লাঘবে সহায়তা করা।
৬ জানুয়ারী (শুক্রবার) দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক ও সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু এসব কথা বলেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়াল, সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন, কার্য নির্বাহী সদস্য উদ্দীপ ভৌমিক, অন্জন দত্ত, দীলিপ কুন্ডু, সাবেক সভাপতি ও সদস্য প্রশান্ত কুমার সাহা, আলহাজ্ব মো. মেহেরাব আলী, মো. রফিকুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন সজল, দুর্গেস্বর বসাক প্রমুখ।