
চিরিরবন্দরে ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র, হুইল চেয়ার ও টিউবয়েল বিতরন।
মাহাফুজুল ইসলাম আসাদ
চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও এবি ফাউন্ডেশন এর যৌথ উদ্দ্যোগে শীতবস্ত্র, হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরন করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারী) সকালে চিরিরবন্দর আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কূল ও কলেজ মাঠে ৩ শতাধিক সুবিধাভোগীদের মাঝে ২ শত কম্বল, ১০ টি হুইল চেয়ার ও ৫০টি টিউবয়েল বিতারন করা হয়। এছাড়াও উপজেলার দুটি মসজিদে ওজু খানা নির্মান করা হয।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রকল্প ম্যানেজার কায়েজ আহাম্মেদের সঞ্চালনায় এবি ফাউন্ডেশন প্রধান সমন্বয়ক জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান। গেস্ট অফ অর্নার হিসেবে উপস্থিত ছিলেন এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন।