Dinajpur News Time
বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. জেলার খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

দিনাজপুর জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ

দিনাজপুর জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২৩ উপলক্ষে ২মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে ফজল’র সঞ্চালনায় “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ লোকমান হাকিম, সাংবাদিক মোফাচ্ছেরুল রাশেদ মিলন প্রমুখ। শেষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী উপস্থিত দুইজন ভোটারের হাতে স্মার্ট কার্ড (এনআইডি কার্ড) তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ছাড়াও সাংবাদিক, মসজিদের ইমামগণ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, নির্বাচন অফিসের সঙ্গে সংযুক্ত ডাটা এন্ট্রি অপারেটরবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত