
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় দিনাজপুরেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় জেলাবাসি স্মরন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। এসব কর্মসুচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ, আলোচনা সভা, রক্তদান কর্মসূচী, ফ্রি মেডিকেল ক্যাম্প, মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল-কারাগার, ভবঘরে কেন্দ্রসমূহে ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি।
২৬ মার্চ রবিবার দিবসের শুরুতে সকাল ৬টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মতিস্তম্ভে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জমান মিতা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এর পর শদ্ধা নিবেদন করেন দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পৌরসভা কাউন্সিলরবৃন্দ, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।
এদিকে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া চেহেলগাজী মাজারে বিভিন্ন সংগঠন পুস্পাঞ্জলি অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শদ্ধা নিবেদন করেন।
এদিকে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গোর-এ-শহীদ বড়মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন শারিরীক কসরত প্রদর্শন করে। জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য সধীবৃন্দ বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগ করেন।