
চিরিরবন্দর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০শে ফেব্রুয়ারী সোমবার দিনব্যাপী চিরিরবন্দর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, কাবিং ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান সিদ্দিকির সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিশ কুমার রায়, অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়নে চিরিরবন্দর চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন ।
এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান সিদ্দিকী, মোঃ মিজানুর রহমান, মোঃ হুমায়ুন কবির তালুকদার, প্রফুল্ল কুমার বর্মন, মোস্তারিরা বেগম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন। প্রতিযোগতায় ৫৩ টি ইভেন্টে প্রতিটি ইভেন্টে ১২ টি ইউনিয়নে ১২ জন করে ৬৩৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। প্রতি ইভেন্টে তিন ক্যাটাকরিতে ১৫৯ জন বিজয়ীদের পুরুষ্কৃত করা হয়।