
আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলার ডাক পেয়েছেন শেরপুরের মাহমুদ হাসান কিরণ
মেসির দেশ আর্জেন্টিনায় লিগে খেলার ডাক পেয়েছেন দু’জন বাংলাদেশী ফুটবলার তপু বর্মন এবং মাহমুদ হাসান কিরণ। মাহমুদ হাসান কিরণ আমাদের শেরপুরের সন্তান।
দুজনেই তারা খেলেন বসুন্ধরা কিংসের হয়ে। বাংলাদেশ জাতীয় দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন। রহমতগঞ্জের সাবেক অধিনায়ক এবং বসুন্ধরা কিংসের ফুলব্যাক মাহমুদ হাসান কিরণ। আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলে প্রতি মাসে ১২ থেকে ১৩ হাজার ডলার (১২ লাখ টাকার) পারিশ্রমিক পাবেন তারা।
এদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে উন্মাদনা রয়েছে। কিন্তু বাংলাদেশের কোনও ফুটবলার দক্ষিণ আমেরিকার কোনও দেশে খেলার সুযোগ কোনদিনই পায়নি। এই প্রথম মাহমুদ হাসান কিরণ এবং তপু বর্মন ডাক পেয়েছেন। তাও আবার এদেশের কোটি কোটি মানুষের পছন্দের আর্জেন্টিনায়।
জানা গিয়েছিল, মেসিরা খেলতে আসছেন বাংলাদেশে। এ নিয়ে বাফুফের তড়িঘড়ি সংবাদ সম্মেলন ডেকে আবার তা স্থগিত করা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার।
ওদিকে আর্জেন্টিনার এক সাংবাদিক টুইটে বলেছেন, বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো যোগাযোগই হয়নি। এদিকে বাফুফে সভাপতি সালাহউদ্দিন বলেছেন, “কে কি বলছেন সেটা উনার ব্যাপার। আমরা এ নিয়ে কাজ করছি। চুক্তি স্বাক্ষরের আগে আর কিছুই বলতে চাইনা।” অপরদিকে সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম এ বিষয়ে বাফুফে স্টান্টবাজি করেছে বলে মনে করেন।
সে যাই হোক এই পরিস্থিতিতে বড় চমক এই প্রস্তাব। তপু বর্মন এবং কিরণ আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে আগামী মরসুমে খেলার প্রস্তাব পেয়েছেন। তবে তাদের আর্জেন্টিনার খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে জানা যায়নি।
সংবাদপত্রকে তপু বর্মন বলেছেন, “সময়টা নিয়েই সমস্যা হচ্ছে। ঘরোয়া লিগ জুন-জুলাইয়ে শেষ হওয়ার কথা। তার পরে এএফসি কাপের ম্যাচ রয়েছে। এ দিকে, আর্জেন্টিনায় তৃতীয় ডিভিশনের খেলা শুরু মার্চ থেকে। ফলে তার আগে দুই ফুটবলারকে যোগ দিতে হবে।” তারা এখন বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ। দু’জনের কেউই এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। তপু বলেছেন, “ অপেক্ষায় আছি, ক্লাব অনুমতি দিলে আর্জেন্টিনায় খেলতে পারবো।”