
বিরামপুরে পিএফজি সার গুদামের উদ্বোধন
বিরামপুর, দিনাজপুর, প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বিএডিসির বিদ্যমান গুদামসমুহের রক্ষণাবেক্ষণ পূনর্বাসন এবং নতুন গুদাম নির্মানের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করণ প্রকল্পের কৃষি মন্ত্রনালয়ের আওতায় ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে ১৫ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৭ হাজার ২শ মে.টন ধারণক্ষমতা সম্পন্ন নব-নির্মিত অফিস ভবন ও পিএফজি সার গুদাম উদ্বোধন করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টায় বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর খাদ্যগুদামের উত্তর পাশে এ সার গুদাম উদ্বোধন করেন কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
এসময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ (এনডিসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল বিশ্বাস, বিএডিসির প্রকল্প পরিচালক মুজিবুর রহমান খান, বিএডিসি দিনাজপুর অঞ্চলের যুগ্ম-পরিচালক ও কৃষিবিদ শওকত আলী, দিনাজপুর এডিসি জেনারেল আনিছুর রহমান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিয়া জামান, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ (এনডিসি) বক্তব্যে বলেন, বাংলাদেশের মধ্যে ধারণ ক্ষমতার দিক এ সার গুদামটি দ্বিতীয় । এখানে আগামী এক মাসের মধ্যে ২৫ হাজার মে.টন সার মজুদ করা হবে। এই গুদামটি হওয়ায় আগামীতে এই অঞ্চলে আর সারের ঘাটতি হবেনা।
কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেন, উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সার পৌঁছে দেওয়া হবে এবং কেউ সার কৃত্রিম সংকট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।