
প্রধানমন্ত্রী পাটের সোনালী গৌরব ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছেন
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি . দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, দেশের প্রতি ভালোবাসায়, মানুষের প্রতি ভালোবাসা থেকে দেশকে আগামী প্রজন্মের জন্য বসবাস উপযোগী করে রেখে যেতে হবে। এজন্য পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।
পাট আমাদের সোনালী ঐতিহ্যের অংশ। মাননীয় প্রধানমন্ত্রী পাটের সোনালী গৌরব ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছেন। পাট ও পাটজাত পণ্যকে ২০২৩ সালে বর্ষপন্য হিসেবে ঘোষণা করা হয়েছে। পাটজাত পণ্য ব্যবহারের বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
৬ মার্চ সোমবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৩ উপলক্ষ্যে র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন,দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান প্রধান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ খালেদুর রহমান, সুতার কাব্য লিমিটেড এর কর্মকর্তা ফেরদৌস আহমেদ সায়েদ, বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক (বীজ বিপণন) কৃষিবিদ মোঃ আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাট অধিদপ্তরের মুখ্যপাট পরিদর্শক আশরাফি জারিয়া। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তর ছাড়াও গণমাধ্যমকর্মী, পাটচাষী, পাটবীজ চাষী, বস্তা ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার সভার পূর্বে জেলা প্রশাসক কার্যালয় হতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য পাট র্যালী শহর প্রদক্ষিন করে।
এবারের পাট দিবসের প্রতিপাদ্য ছিলো-“পাট শিল্পের
অবদান-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”।