
দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালিত হয়েছে। দিনাজপুরবাসী স্মরন করেছে ভাষা শহীদদের। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত শহীদ কেন্দ্রীয় মিনারসহ জেলার প্রতিটি শহীদ মিনার। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান ভাষা দিবস পালন করেছে জেলাবাসী।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী-২০২৩) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রশাসন ও পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তা। পরে দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীল আলমের নেতৃত্বে পৌসভার কাউন্সিলরবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল হুদা দলাল ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমি রঞ্জু’র নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, দিনাজপুর প্রেসক্লাবের (কালিতলা) সভাপতি স্বরুপ বকসি বাচ্চু ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার’র নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, দিনাজপুর শিক্ষাবোর্ড, সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচরীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য সংগঠনের ব্যক্তিবর্গ প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যায়। প্রভাত ফেরি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা’র নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী।
জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি’র নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম ও মোহাম্মদ আলী’র নেতৃত্বে পৌর বিএনপি’র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি’র নেতৃত্বে মহিলাদলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএমএ দিনাজপুর ইউনিট নেতৃবৃন্দ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গনপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, দিনাজপুর সরকারী কলেজ, দিনাজপুর সরকারী সিটি কলেজ, দিনাজপুর আদর্শ কলেজ, দিনাজপুর জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল), জুবিলী উচ্চ বিদ্যালয়, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়, সিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জেলা জাতীয় পার্র্টি, জাসদ, ওয়ার্ককার্স পার্টি, কমিউনিষ্ট পার্টি, জাগপা, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালিত হয়েছে।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারী-বেসরকারী সংস্থাসহ ৩ শতাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনেকে ব্যক্তিগতভাবে ও পরিবারের সদস্যদের নিয়ে শহীদ মিনারে এসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনেক ছোট ছোট শিশুকেও তাদের পিতামাতার সাথে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে।