
দিনাজপুরে ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে মাদকের ব্যবসা আটক
মাইক্রোবাসে সংবাদ মাধ্যমের স্টিকার এবং সঙ্গে ভিডিও ক্যামেরা মাইক্রোফোন নিয়ে দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে ঢাকা যাবার সময় একজন মাদক ব্যবসায়ী ভুয়া সাংবাদিককে আটক করেছে র্যাব-১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানীর সদস্যরা।
আইন প্রয়োগকারি সংস্হার চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে মাদক পরিবহনে অভিনব পদ্ধতি নিয়েছিল শরিয়তপুর জেলার বাসিন্দা রাজন আহমেদ@ রাজন সরদার @ রাজু (২৮)। কিন্তু শেষ রক্ষা হয়নি তার।
অবশেষে প্রমানসহ ধরা খেয়েছে সে। র্যাব-১৩ এর মিডিয়া সেন্টারের সহকারি পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ বৃহস্পতিবার মধ্যরাতে দিনাজপুর জেলার আমবাড়ী এলাকা থেকে একটি মাইক্রোবাসে মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবার সময় ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে তল্লাসি চালায় র্যাবের একটি আভিযানিক দল।
এসময় ২টি বস্তায় ১৭৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বলে চিহ্নিত রাজন আহমেদ@ রাজন সরদার @ রাজু (২৮)কে আটক করেছেন তারা।
রাজু শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার চর জুসুরগাঁও ( ইদিলপুর) গ্রামের শহিদ সরদারের ছেলে। আইন প্রয়োগকারি সংস্হার চোখ ফাঁকি দিতে মাইক্রোবাসে (সংবাদ মাধ্যমের) সাংবাদিক পরিচয় ব্যবহার করে ফায়দা নিতে ভূয়া স্টিকার ব্যবহার করেছিল সে। এসময় ২ টি নস্ট ভিডিও ক্যামেরা একটি (বুম) মাইক্রোফোন উদ্ধার করা হয়েছে।
সাংবাদিক পরিচয় ব্যবহার করে সে মাদকের ব্যবসা