
বিষপানের ৬ দিন পর কিশোরের মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে বিষপানের ৬ দিন পর জয়ন্ত রায় (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে তার নিজ বাড়ীতেই মৃত্যু হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারী তিনি বিষপান করেন। পরে স্বজনরা তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। জয়ন্ত উপজেলার ভিয়াইল ইউনিয়নের রামদেবপুর এলাকার তেজেন্দ্র নাথ রায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, স্থানীয় একটি বাজারে ছোট দোকান আছে তেজেন্দ্র নাথ রায়ের।
ওই দোকানে মাঝে মাঝে বসতেন তার ছেলে জয়ন্ত রায়। দোকানে বসে মোবাইল চাপায় তার বাবা গত ২ ফেব্রুয়ারী বোকাঝোকা করে। এর একপর্যায়ে সে বিষপান করে। পরে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। সেখানে প্রায় ৫ দিন চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
পরে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলে। বুধবার তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।