Post Views: ১৩৫

বাড়ি নির্মাণের টাকা ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত হলেন পাওনাদার
পোড়াদহ, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আমি মোঃ আরিফুজ্জামান(২৩), পিতা-মোঃ সুরুজ সাহা, সাং-চিথলিয়া, ইউ.পি -পোড়াদহ, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া, থানায় হাজির হইয়া আসামী ১ মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা-মৃত কুদ্দুস আহম্মদ, ২। মোঃ নাজমুল হোসেন (৩২), পিতা-মোঃ তোফাজ্জেল হোসেন, ৩। মোঃ শামীম রেজা (৪৫), পিতা-অজ্ঞাত, ৪। কফিল হোসেন (৪৫), ৫। আফিল হোসেন (৪২). উভয় পিতা-মৃত মনোহার, সর্বসাং-স্বরুপদহ, থানা মিরপুর জেলা কুষ্টিয়াদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়েরে করিতেছি যে, উক্ত ১নং আসামী আমার সম্পর্কে শশুর, ২, ৩, ৪ ও ৫নং আসামী আমার শশুরের আত্মীয়।
১নং আসামীর কন্যা মোছাঃ জহুরা খাতুন এর সহিত প্রায় ০৭ বছর পূর্বে বিবাহ হয়। ১নং আসামীর কোন ছেলে সন্তান না থাকায় বিবাহের ০৩ বছর পর হইতে আমি আমার স্ত্রী সহ ১ নং বসত বাড়ীতে বসবাস। করিতাম। আমাদের সাংসারিক জীবনে একটি কন্যা সন্তান আছে। ১নং আসামীর বসত বাড়ীতে বসবাস করাকালে আমার উপর্জিত অর্থ দ্বারা ১নং আসামীর জমিতে বসত বাড়ী নির্মান করি। যাহাতে আমার খরচ হয় প্রায় ১০,০০,০০০/-টাকা। ঘর নির্মান করার পূর্বে ১নং আসামী তাহার জমি আমার নামে রেজিস্ট্রি করিয়া দিবে। মর্মে প্রতিশ্রুতি দেয়। বাড়ী নির্মান শেষ হওয়ার পর ১নং আসামীকে তাহার জমি আমার নামে রেজিষ্টি করিয়া দিতে বলিলে সে বিভিন্ন ধরনের তালবাহানা করে।
গত ইং-১২/১২/২০২২ তারিখ ১নং আসামীকে আমার নামে জমি রেজিষ্টি করিয়া দিতে বলিলে সে আমার উপর উত্তেজিত হয় এবং আমার নামে জমি রেজিষ্ট্রি করিয়া দিবে না। বলিয়া জানায়। তখন আমি বাড়ী নির্মানের খরচ ১০,০০,০০০/-টাকা ফেরত চাহিলে ১নং আসামী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া তাহার বাড়ী হইতে তাড়াইয়া দেয়। আমি বাড়ীতে চলিয়া আসিয়া মাঝে মধ্যে ফোন করিয়া আমার স্ত্রী ও সন্তানকে আমার বাড়ীতে চলিয়া আসিতে বলিলে ১নং আসামী আমার প্রতি আরো রাগন্বিত হয় এবং ১নং আসামীর সহিত কথা কাটাকাটি হয়। গত ইং-২৫/০১/২০২৩ তারিখ রাত্র অনুমান ০৯.৩০ ঘটিকার সময় পোড়াদহ বাজারে আমার দোকান বন্ধ করিয়া বাড়ী ফেরার পথে মিরপুর থানাধীন পোড়াদহ গ্রামস্থ পোড়াদহ ফুটবল মাঠে রাত্র অনুমান ০৯:৩৫ ঘটিকার সময় পৌছাইলে পূর্ব থেকে ওৎপেতে থাকা উল্লেখিত আসামীগণ বেআইনী জনতা দলবদ্ধ হইয়া হাতে লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটামে সজ্জিত হইয়া আমার পথরোধ করতঃ ১নং আসামীর হুকুমে ২নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়া আমাকে খুন করার উদ্দেশ্যে মাথার ডান পাশে আঘাত করিয়া গুরুতর জখম করে। উক্ত আঘাতে আমি মাটিতে পড়িয়া গেলে সকল আসামীগণ আমাকে এলোপাতাড়ীভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে কালশিরা ফোলা।
জখম করে। আমার পরিহিত প্যান্টের পকেটে থাকা নগদ ১৫,০০০/-টাকা ৩ ও ৫নং আসামী বাহির করিয়া নেয়। আমার ডাকচিৎকারে পথচলতি সাক্ষী ১। মোঃ আশা, পিতা-মোঃ ওমর আলী, সাং-বালিয়াশিশা, ২। মোঃ আব্দুল্লাহ, পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-ভারল, উভয় থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া সহ আরো অনেকে আগাইয়া আসিলে আসামীগণ খুন জখমের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।
সাক্ষী স্থানীয় লোকজন আমাকে জখম অবস্থায় উদ্ধার করিয়া পোড়াদহ বাজারে স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা গ্রহন করিয়া ১নং সাক্ষীর মোটরসাইকেল যোগে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া চিকিৎসার জন্য ভর্তি করে। আমি চিকিৎসা সামান্য সুস্থ্য হইয়া আমার নিকট আত্মীয় স্বজনদের সহিত আলাপ-আলোচনা করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল। অতএব, উক্ত বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে আপনার মর্জি হয়।
আরিদ জামান (মোঃ আরিফুজ্জামান)