
দিনাজপুরে আইনজীবীর বাড়ি থেকে কেয়ারটেকার দম্পতির মরদেহ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে শহরের লিলিমোড় এলাকার একটি পুরাতন বাসা থেকে বাড়ির কেয়ারটেকার স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উৎসুক জনতা বাড়িটিকে ঘিড়ে ভিড় করছে। তারা চান সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচার। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চালাচ্ছে।
এই বাড়িতে প্রায় ১৫ বছর থেকে এই দম্পতি দেখাশোনা করছিলেন।
দিনাজপুরে বৃহস্পতিবার দিবাগত রাতে আবারও ঘটল ডাবল মার্ডারের ঘটনা। শহরের লিলি মোড় এলাকার ফাতেমা বীথি নামের একটি পুরাতন বাড়ি থেকে কেয়ারটেকার স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মালিক ঢাকায় থাকায় স্বামী মজিবর রহমান (৬৫) ও স্ত্রী সুরাইয়া (৫০) দীর্ঘ দিন থেকে বাড়িটি দেখাশোনা করে আসছে।
মজিবরের বাড়ি শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা একাকায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাড়ির মালিক এ্যাডভোকেট নিলুফার রহিম তাদের ফোনে না পেয়ে পাশের মার্কেটের নাইটগার্ড শফিকুলকে ফোনে জানায়। পরে সে বাড়ির দরজা লাগানো দেখে দেয়াল টপকে ভিতরে ঢুকে রান্না ঘরে স্ত্রী সুরাইয়া রক্তাক্ত মরদেহ ও স্বামী মজিবর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে জানালে তারা এসে তদন্ত শুরু করে। শুক্রবার সকাল থেকে বাড়িটিকে ঘিড়ে উৎসুক জনতার ভিড় লক্ষ করা যায়। তারা ঘটনার প্রকৃত রহস্য জানতে চায়।
শুক্রবার সকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এটি পরিবারিক নাকি পরিকল্পিত হত্যা কাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর মমিনুল করিম।